সীরাত প্রস্তুতিমূলক পরীক্ষা পরীক্ষাতে অবশ্যই আপনার রোল নম্বার প্রয়োজন। আপনার রোল দেখুন Seerah Quiz practiceBasic infoExam QuestionsInstitute - Select -ঢাকা বিশ্ববিদ্যালয়পাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়মেডিকেল বিশ্ববিদ্যালয়অন্যান্য বিশ্ববিদ্যালয়NameEmail Roll NoPreviousNextহেরা গুহায় রাসুলুল্লাহ সা. এর ধ্যানমগ্নতা এবং নির্জন-প্রিয়তার নিগূঢ় রহস্য হল-- Select -মানসিক প্রশান্তি অর্জনএক বিরাট কর্মসূচীর পূর্ব-প্রস্তুতিস্বাস্থ্যগত সুরক্ষা চর্চাসন্ন্যাসব্রত পালন কাকে স্বপ্নযোগে যমযম কূপ খননের নির্দেশ দেয়া হয়েছিল?- Select -হাশিমআবু তালিবআব্দুল মুত্তালিবআব্দুল্লাহযুদ্ধে বিজয় লাভের মানসে মুশরিকরা গাছের ডালে অস্ত্র ঝুলাত আর গোড়ায় অর্ঘ্য নিবেদন করত। সদ্য মুসলমান হওয়া একজন ব্যক্তি এমন কিছু করার ইচ্ছা প্রকাশ করলে, রাসুলুল্লাহ ( ﷺ) কড়া হুঁশিয়ার বাণী উচ্চারণ করেন। এর কারণ- i) গাছে অস্ত্রের বদলে ফিতা ও তালা ঝুলাতে হয়। ii) আমলের ক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য বর্জনীয়। iii) আল্লাহ ছাড়া অন্য কারো/কিছুর নিকট প্রার্থনা করা এবং ভাগ্য পরিবর্তনের আশা করা শিরক।- Select -ii, ii, iiiii ও iiiiiiএকজন চলচ্চিত্র প্রযোজক আসন্ন ছবির উদ্বোধনী অনুষ্ঠানে সাফল্য কামনায় দুআর আয়োজন করে এলাকার ইমাম সাহেবকে নিমন্ত্রণ জানান। - এতে নববী যুগের কোন ঘটনার সাদৃশ্য পাওয়া যায়-- Select -হুদায়বিয়া সন্ধি কালে কাফিরদের ভূমিকাতায়িফের নেতাদের কূট-কৌশলকুবায় মুনাফিকদের মসজিদ নির্মাণমক্কায় হিজরতপূর্ব বন্দীশালাসত্যিকারার্থে রাসুলুল্লাহ (ﷺ)এবং মক্কার মুশরিকদের মাঝে দ্বন্দ্বের আসল জায়গাটা ছিল-- Select -সামাজিক মর্যাদা ও আত্মসম্মানস্থানীয় নেতৃত্ব ও ক্ষমতাএকত্ববাদ ও বহুত্ববাদের দ্বৈরথপূর্বপুরুষ ও গোত্রপ্রীতির প্রতি টানরাসুলুল্লাহ (ﷺ) মৃত্যুশয্যায়, যন্ত্রণা প্রকট হচ্ছে, চাদর দিয়ে মুখ ঢেকে রাখছেন, শুধু শ্বাস নিতে সরাচ্ছেন। এমন অবস্থাতেও বললেন, আরবভূমিতে দুইটি দ্বীন বাকি রাখা হবে না। কিছুকাল পূর্বেই অবতীর্ণ হয়েছিল কুরআনের প্রা য় শেষাংশ-আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম (৫:৩)।- উক্ত আয়াত এবং হাদিস আমাদেরকে সমসাময়িক কোন ফিৎনার ব্যাপারে সতর্ক করে-- Select -খতমে নবুওয়াত অস্বীকারদাজ্জাল আগমনের পূর্বাভাসবিবেক-বুদ্ধি দ্বারা স্বেচ্ছাচারী ব্যাখ্যাইন্টারফেইথ বা আন্ত:ধর্মীয় ইস্যুফকীহ বা ইসলামী আইন বিশারদ সাহাবি হিসেবে বিখ্যাত ছিলেন আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদিয়াল্লাহু আনহু)। তার জীবনের উল্লেখযোগ্য ও মহিমান্বিত একটি ঘটনা হলো-- Select -বদরে তার হাতে শিরশ্ছেদ হয় আবু জাহলতার হাতে নিহত হয় আস ইবনু হিশামতার হাতে নিহত হয় ভণ্ড নবি মুসাইলিমাতার হাতে নিহত হয় কবি কাব বিন আশরাফযুদ্ধসমূহে রাসুলুল্লাহ (ﷺ)এবং সাহাবাগণ (রাদিয়াল্লাহু আনহু) এর ধারাবাহিক সাফল্যের নেপথ্যে ছিল মূলত-- Select -নববী প্রজ্ঞা, মুজিযা এবং নিয়ামত।আরবের ভৌগোলিক ও জাতিগত বৈশিষ্ট্যআরবদের সাহস, বীরত্ব ও বুদ্ধিমত্তা।সামরিক দক্ষতা ও রণকৌশলবহু বছর পূর্বে ধ্বংসপ্রাপ্ত একটি জনপদের পাশ দিয়ে অতিক্রমের সময়ে রাসুলুল্লাহ (ﷺ) সাহাবীগণকে বললেন- তোমরা জালিমদের বাসস্থানে কেবল কান্নারত অবস্থায় প্রবেশ করো। এই ভয়ে যে, তাদের উপর যে মুসীবত এসেছিল তা তোমাদের উপরও এসে পড়বে। - এই নির্দেশনা থেকে শিক্ষা পাই, i) শিরক, যা সবচেয়ে বড় জুলুম, এর যেকোনো আয়োজনে ও অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। ii) যদি অবাধ্যতার প্রাচীন নিদর্শন দেখে ভীত হওয়ার নির্দেশনা থাকে, তাহলে চলমান অবাধ্যতায় আরো বেশি সতর্কতা কাম্য। iii) বাধ্য হয়ে কিংবা অনিচ্ছায় শিরকের আয়োজনের পাশ দিয়ে যেতে হলে, অন্তরে আল্লাহর আযাবের ভয় বিরাজমান থাকতে হবে।- Select -i, ii ও iiii ও iii ও iiiiমদীনার বাজারে অপ্রীতিকর ঘটনা ঘটানোর কারণে কোন ইয়াহুদি গোত্রকে সুদূর সিরিয়ায় নির্বাসনে পাঠিয়ে দেয়া হয়?- Select -বানু নাযিরবানু সালাবাবানু কুরাইযাবানু কাইনুকাআসওয়াদ ইবনু আব্দিল মুত্তালিব, আসওয়াদ ইবনু আবদি ইয়াগূস, হারিস ইবনু কাইস, আস ইবনু ওয়াইল, ওয়ালীদ ইবনুল মুগীরা - এরা কারা?- Select -রাসুলুল্লাহ (ﷺ) এর নিকটাত্মীয়রাসুলুল্লাহ (ﷺ) এর দুপ্রাচীন আরবের বিখ্যাত কবি-সাহিত্যিকরাসুলুল্লাহ (ﷺ) কে কষ্ট দেয়ার কারণে চরম ধিকৃত অবস্থায় মৃত্যুবরণকারীদানশীলতার জন্য রাসুলুল্লাহ (ﷺ)এর কোন্ সম্মানিতা স্ত্রীকে জাহিলি যুগ থেকেই উম্মুল মাসাকিন বা অভাবীদের মা নামে ডাকা হত?- Select -যাইনাব বিনতু জাহশ (রাদিয়াল্লাহু আনহা)খাদীজা বিনতু খুওয়াইলিদ (রাদিয়াল্লাহু আনহা)যাইনাব বিনতু খুযাইমা (রাদিয়াল্লাহু আনহা)জুওয়াইরিয়া বিনতুল হারিস (রাদিয়াল্লাহু আনহা)সামুদ জাতির আদি বাসস্থান কোনটি?- Select -ইয়ামানহিজরসাবামাদইয়ানমদীনায় প্রবেশের পর রাসুলুল্লাহ(ﷺ) এর উটনীর যত্ন নেয়ার সুযোগ পায় কে?- Select -আসআদ ইবনু যুরারা (রাদিয়াল্লাহু আনহু)সুহাইব আবু ইয়াহইয়া (রাদিয়াল্লাহু আনহু)আবু আইয়ুব আনসারি (রাদিয়াল্লাহু আনহু)কুলসুম ইবনু হিদাম (রাদিয়াল্লাহু আনহু) রাসুলুল্লাহ (ﷺ)এর নিকটতম পূর্বপুরুষদের ব্যাপারে কোন তথ্যটি সত্য?- Select -তারা সামাজিকভাবে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।তারা সমাজ-সংস্কারক ছিলেন।তারা ক্ষমতাধর গোত্রপতি ছিলেনতারা ধনাঢ্য ব্যবসায়ী ছিলেনমদীনা থেকে তাবুকের দূরত্ব-- Select -প্রায় সাতশ কিলোমিটারপ্রায় তিনশ কিলোমিটারপ্রায় চারশ কিলোমিটারপ্রায় এক হাজার কিলোমিটারকা'বা শরীফের উত্তরে কুরাইশদের বৈঠকখানা 'দারুন নাদওয়া' স্থাপন করেছিলেন কে?- Select -কুসাইহাশিমআবদে মানাফআব্দুল মুত্তালিবতাদের কাছে শরণার্থী হয়ে আসা মানুষদের তারা ভালবাসে। তাদেরকে যা দেয়, তা নিয়ে মনে কোনো হিংসা বা সঙ্কোচ থাকে না। এমনকি প্রয়োজন ও চাহিদা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে প্রাধান্য দেয়, (সুরা হাশর,৫৯:৯)। - এই আয়াতে কাদের ভূয়সী প্রশংসা করা হয়েছে?- Select -মদীনার গোত্রপতি সাহাবিগণমক্কা থেকে আসা মুহাজির সাহাবিগণমক্কার ধনী সাহাবিগণমদীনার স্থানীয় আনসার সাহাবিগণহুনাইন যুদ্ধের সময়ে মক্কার প্রশাসক ছিলেন কোন সাহাবি?- Select -আলী ইবনু আবী তালিব (রাদিয়াল্লাহু আনহু)হুবাব ইবনু মুনযির (রাদিয়াল্লাহু আনহু)উসাইদ ইবনু হুদাইর (রাদিয়াল্লাহু আনহু)আত্তাব ইবনু উসাইদ (রাদিয়াল্লাহু আনহু)মহানবী সাঃ নিজেকে কোন দু’যবীহর সন্তান হিসাবে সম্বোধন করেছেন?- Select -ইসমাঈল এবং ইসহাকইসমাঈল এবং আব্দুল্লাহআব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিবইসমাঈল এবং আব্দুল মুত্তালিববদরের সম্মুখ দ্বন্দ্বযুদ্ধের ক্ষেত্রে কোনটি সঠিক?- Select -হামযা (রাদিয়াল্লাহু আনহু) বনাম ওয়ালীদআলি (রাদিয়াল্লাহু আনহু) বনাম শাইবাউবাইদা (রাদিয়াল্লাহু আনহু) বনাম উতবাউবাইদা (রাদিয়াল্লাহু আনহু) বনাম ওয়ালীদমক্কা থেকো মদীনায় হিজরতের পথে দলবলসহ রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট ইসলাম গ্রহণ করেছিলেন কে?- Select -আমির ইবনু ফুহাইরা (রাদিয়াল্লাহু আনহু)আওস ইবনু হাজর আসলামী (রাদিয়াল্লাহু আনহু)যুবাইর ইবনুল আওয়াম (রাদিয়াল্লাহু আনহু)বুরাইদা ইবনু হুসাইব আসলামী (রাদিয়াল্লাহু আনহু)স্ব-হস্ত নির্মিত মাটি-পাথরের উপাস্যের অসারতা ও স্ব-হস্ত লিখিত ধর্মীয় গ্রন্থের অসঙ্গতি স্পষ্ট হওয়ার পর, এবং ইসলামের বাণী-ই সত্য - একথা পূর্ণরূপে বুঝে আসার পরেও পৌত্তলিকদের যে সাধারণ উত্তর নবীযুগ থেকে এখনো বর্তমান-- Select -আমরা বাপ-দাদাদের যে বিষয়ের উপর পেয়েছি, তা ছাড়ব নাআমরা আমাদের সামাজিক শৃঙ্খলা নষ্ট হতে দিব নাআমরা আমাদের গোত্রের বাইরের কারো পরামর্শ শুনব নাআমরা এক জীবনে একাধিক ধর্ম পালন করতে পারব নাপ্রথম হিজরি সনের রমাদান মাসে প্রেরিত ইসলামের ইতিহাসের প্রথম সারিয়্যাহতে মুসলিমদের পতাকা কার হাতে ছিল?- Select -আবু উবাইদা ইবনুল হারিস (রাদিয়াল্লাহু আনহু)আবু মারসাদ ইবনু হুসাইন গানাভি (রাদিয়াল্লাহু আনহু)সাদ ইবনু আবী ওয়াক্কাস (রাদিয়াল্লাহু আনহু)হামযা ইবনু আবদিল মুত্তালিব (রাদিয়াল্লাহু আনহু)জুওয়াইরিয়া (রাদিয়াল্লাহু আনহা) বন্দীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি উম্মুল মুনিনীন হলে, তার সম্মানার্থে সাহাবিগণ (রাদিয়াল্লাহু আনহুম) তার গোত্রের প্রায় একশ পরিবারকে মুক্ত করে দেন। গোত্রটির নাম-- Select -বানু কুরাইযাবানু মুস্তালিকবানু নাদিরবানু কাইনুকা মহানবীর মাতার পর কে তাঁকে সর্বপ্রথম দুধ পান করান?- Select -হালিমাআবু লাহাবের দাসীআবু তালিবের দাসীউম্মে আয়মানস্বঘোষিত ইসলামবিদ্বেষী এক নারী তার লিখনিতে ইচ্ছাপূর্বক আবরারকে আরবাব লিখে। আবরার অর্থ সৎ, আর আরবাব অর্থ বহু প্রতিপালক। ইসলামী ইতিহাসে এক নারী মুহাম্মাদ নামটি বিকৃত করে মুযাম্মাম বলার ধৃষ্টতা দেখিয়েছিল, এমনকি সে হাঁটার পথে কাঁটা বিছিয়ে কষ্ট দিত। তার ব্যাপারে একটি সুরায় ভর্ৎসনাসূলক আয়াত থাকায় আমরা হাজার বছর পরেও তার উপর অভিসম্পাত করি কুরআন তিলাওয়াতের সময়ে। সুরাটির নাম-- Select -সুরা লাহাবসুরা মুতাফফিফিনসুরা হুমাযাহসুরা মাঊনকথাটি শুনার পর তোমাদের বলা উচিত ছিল - আমরা এবিষয়ে কথা বলব না, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলছি এটা এক বিরাট অপবাদ। ইফকের ঘটনায় নাযিল হওয়া এই আয়াত আমাদের যে শিক্ষা দেয়-- Select -শোনা কথা অনুসারে মন্তব্য করলে গীবত ও অপবাদ আরোপের মত মারাত্মক গুনাহ হতে পারে।রাসুলুল্লাহ (ﷺ) এবং তার পরিবার ও সাহাবিগণের প্রতি সুধারণা রাখা আবশ্যক।মুমিনদের ব্যাপারে কোনো কথা শুনামাত্রই, তা বিশ্বাস করা উচিত নয়।উপরের সবগুলো।মক্কা বিজয়ের পর বিখ্যাত তিনটি মূর্তি-দেবতা উযযা, সুওয়া, মানাত ভেঙে ফেলেন যথাক্রমে-- Select -সাদ ইবনু যাইদ, আমর ইবনুল আস, সাদ ইবনু যাইদ আশহালি (রাদিয়াল্লাহু আনহুম)খালিদ ইবনুল ওয়ালিদ, সাদ ইবনু যাইদ, আমর ইবনুল আস (রাদিয়াল্লাহু আনহুম)আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ, সাদ ইবনু যাইদ আশহালি (রাদিয়াল্লাহু আনহুম)খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস, সাদ ইবনু যাইদ আশহালি (রাদিয়াল্লাহু আনহুম)সাকিফ কীসের নাম?- Select -স্থানকূপগোত্রব্যক্তি Previous Submit Form Share this:FacebookX