Blank Form (#12)১) তিনি মদীনার অধিবাসী। জ্ঞান-চর্চা ও সামাজিক পদমর্যাদার কারণে জাতি তাকে ‘কামিল' উপাধিতে ভূষিত করেন। কোন সাহাবী? ক) আবু যার গিফারী (রাদিয়াল্লাহু আনহু) খ) যায়েদ বিন হারিসা (রাদিয়াল্লাহু আনহু) গ) সুওয়াইদ বিন সামিত (রাদিয়াল্লাহু আনহু) ঘ) সাদ বিন মুআজ (রাদিয়াল্লাহু আনহু)তিনি ছিলেন নবুওয়াত-পূর্ব সময়ের যুবক মুহাম্মাদের ব্যবসায়িক অংশীদার। মক্কা বিজয়ের সময়ে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে সাদর সম্ভাষণ জানিয়ে বলেন- 'সে আমার ভাই, আমার ব্যবসায়ের অংশীদার'। কে? ক) মায়সারাহ খ) বাকুম গ) সায়িব ঘ) জুবাইর Submit Form Share this:FacebookX