Career Guidance for the Youth

উচ্চশিক্ষা অর্জনের পর সবচেয়ে আলোচিত ও আমাদের চিন্তাজগতে প্রভাববিস্তারকারী অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ক্যারিয়ার’।
সময়ের সাথে পাল্লা দিয়ে ক্যারিয়ার নিয়ে গড় ওঠেছে নানান দৃষ্টিভঙ্গি এবং সেইসাথে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা।
শিক্ষার্থী থাকা অবস্থায় আমাদের মনোজগতে ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা এবং ক্যারিয়ার কাউন্সিলিং বিষয়কে প্রাধান্য দিয়ে আমাদের এবারের আয়োজন-
“Career Guidance for the Youth”.
সেমিনার তারিখ: ২৯ জুলাই,২০২৩ (শনিবার)
সময়: সকাল ১০ টা থেকে ৫ টা।
অডিটোরিয়াম: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
রেজিস্ট্রেশন ফি: ১৭০৳
বিকাশ/নগদ: 01534213571

সার্বিক ব্যবস্থাপনায়: ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল

আলোচনা রাখবেন

বিষয়: মুমিনের ক্যারিয়ার ভবনা

বিষয়: ক্যারিয়ার এন্ড আপকামিং চ্যালেঞ্জ

বিষয়: সফট স্কিলস ফর ডাইনামিক ক্যারিয়ার

অনুগ্রহপূর্বক রেজিস্ট্রেশন ফি উপরের দেওয়া নাম্বারে পরিশোধ করে নিচের ফর্মটি পূরণ করুন। আপনি চাইলে আমাদের এক্সট্রা কিছু টাকা সাদকা করতে পারেন।

নির্দিষ্ট সংখ্যক আবেদনের পর ফর্মটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে।