হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের অভ্যাস ও আমল সম্বলিত একটি দুর্লভ গ্রন্থ। যা অধ্যয়নে অন্তরে উদিত হবে সুন্নতের ওপর আমল করার শওক, সৃষ্টি হবে রাসূলের প্রতি প্রগাড় ভালোবাসা। আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা আছে এমন যে কারো জন্য বইটি উত্তম উপহার।