No Image Available
 Description:

মেঘগুলো কেমন যেন! দলবেঁধে এসে ছেঁয়ে ফেলে আকাশটাকে। মেঘের আড়ালে ফিকে হয়ে যায় আকশের নীল। মেঘেরা তৈরি করে এক বিদঘুটে পরিবেশ। নীল আকাশ ছেঁয়ে যায় এক গুমোট আবহাওয়ায়। থমথমে। নীরব। নিস্তব্ধ। হঠাৎ কোথা থেকে যেন এক টুকরো আলোক রশ্মি এসে মূহুর্তেই পাল্টে দেয় সব। কেটে যায় মেঘ। ফিকে হয়ে যাওয়া নীল ফিরে পায় তার রঙ। আলোতে আলোতে আবার ভরে উঠে আকাশ।

আমাদের হৃদয়টাও নীল আকাশের মতোন। আর, সন্দেহগুলো হলো কালো মেঘের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিগুলো যখন হৃদয়ের আকাশে এসে জমাট বাঁধতে শুরু করে, তখন হৃদয়ের পরিবেশ হয়ে ওঠে অশান্ত। তাতে ভর করে অবিশ্বাস। সন্দেহ আর অবিশ্বাসের দোটানায় ভাসতে থাকা হৃদয়, আস্তে আস্তে ভঙ্গুর হয়ে পড়ে।

এরপর? এরপর একদিন তাতে এক টুকরো আলো এসে পড়ে আর মূহুর্তেই কেটে যায় হৃদয়ের সকল অন্ধকার। সেই আলোতে পরিশুদ্ধ হয়ে আমাদের হৃদয় আবার বিশ্বাসের পথে চলতে শুরু করে। সকল সন্দেহ, অবিশ্বাস আর জড়তার বন্ধন ছিন্ন করে হৃদয়ের গহীন থেকে কেবল বিশ্বাসের সুর প্রতিধ্বনিত হয়।

হৃদয়ের মেঘ কেটে যাওয়ার সেই উপাখ্যান দিয়েই সাজানো হয়েছে ‘মেঘ কেটে যায়’।


Other Books From - ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…)


No Image Available স্রষ্টা ধর্ম জীবন আকিদা, ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…), তুলনামূলক ধর্মতত্ত্ব ড.আবু আমিনাহ বিলাল ফিলিপস
No Image Available সন্ধান ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…), তুলনামূলক ধর্মতত্ত্ব হুজুর হয়ে টিম
No Image Available প্যারাডক্সিক্যাল সাজিদ ২ ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…), তুলনামূলক ধর্মতত্ত্ব আরিফ আজাদ
No Image Available প্যারাডক্সিক্যাল সাজিদ ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…), তুলনামূলক ধর্মতত্ত্ব আরিফ আজাদ
No Image Available সংবিৎ ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…), তুলনামূলক ধর্মতত্ত্ব জাকারিয়া মাসুদ
No Image Available আর্গুমেন্টস অব আরজু ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…), তুলনামূলক ধর্মতত্ত্ব আরিফুল ইসলাম
No Image Available বিশ্বাসের যৌক্তিকতা ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…), তুলনামূলক ধর্মতত্ত্ব রাফান আহমেদ
No Image Available আরজ আলী সমীপে ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…), তুলনামূলক ধর্মতত্ত্ব আরিফ আজাদ
No Image Available ডাবল স্ট্যান্ডার্ড ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…), তুলনামূলক ধর্মতত্ত্ব ডা. শামসুল আরেফীন
No Image Available মানসাংক ইসলাম ও সমকালীন বিশ্বঃ (নাস্তিকতাবাদ, সংশয়বাদ,পাশ্চাত্যবাদ,…) শামসুল আরেফিন


Other Books By - ড. হুসাম উদ্দীন হামেদ


No Books Available!


 Back