ঈমানের দুর্বলতা আজ মুসলমানদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজের অন্তঃকরণের কাঠিন্যতার কথা স্বীকার করে। তাদের বক্তব্য এরূপ- ‘আমি নিজের মনের কাঠিন্যতা অনুভব করি’, ইবাদত করে মজা পাই না’, ‘সহজেই গুণাহের কাজে লিপ্ত হয়ে পড়ি। অনেকের উপর এ ব্যাধির ক্রিয় স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই ব্যাধিই সব বিপদের মূল এবং সব ঘাটতির কারণ। অন্তঃকরণের বিষয়টি খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। অন্তঃকরণকে আরবী কালব (পরিবর্তনশীল) বলা হয়েছে এ কারণেই যে, তা দ্রুত পরিবর্তনশীল।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তকরণকে কালব বলা হয়েছে বেশী বেশী পরিবর্তন হবার কারনে। অন্তঃকরণের উদাহরণ হলো একটি পাখির পালকের মতো যা গাছের ডালে ঝুলানো আছে, বাতাসে সেটিকে এদিক সেদিক ঘুরাচ্ছে। [মুসনাদে আহমাদ- 19661; সহীহ আল জামে- 2365]
Submit your review | |
No Books Available!