অনুবাদ: মানযূরুল কারীম
আত্মশুদ্ধির মত অতি গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য বিষয়ে বইটি কলেবরে খুব ছোট হলেও এর ভূমিকা হবে ব্যাপক। এর প্রতিটি ছত্র ছুঁয়ে যাবে অনুসন্ধিৎসু হৃদয়কে। আত্মশুদ্ধির শরীয়াহসম্মত উপায় খুঁজে ফেরা তৃষিত অন্তরে বইটি হতে পারে এক পশলা শীতল বৃষ্টির পরশ।